তোমার পাশের বাড়ি
তোমার কথার রেশ,
তোমার পাশের গাড়ি। ও সবই তো গল্পের বই
হাজার রঙের সুর,
চাঁদ থেকে রোদ্দুর
মলাটের নাম ধরে ডাকে
তুমি তো ফিরে পেলে তাকে
আমি পেলাম কই,
সবই তো গল্পের বই। পুতুল নাচের মতো
সারা গায়ে সুতো যত
আমি তো আসলে কেউ নই
মাঝির বসান এক ছই
কখনো তোমার পাশে
মেঘলা আষাঢ় মাসে
কখনো একলা সরু গলি
ভোরের আজানে চোখ খুলি
বাতাসে সে হরিবোল কই ?
আমি কি তোমার কেউ হই ..
তুমিও তো গল্পের বই,
তুমিও তো গল্পের বই, তোমার পাশের দেশ,
তোমার পাশের বাড়ি
তোমার কথার রেশ,
তোমার পাশের গাড়ি।