তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
কে বলে আজ তুমি নাই
তুমি আছ মন বলে তাই
তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
কে বলে আজ তুমি নাই
তুমি আছ মন বলে তাই
তোমারই অমর নাম জয় গৌরবে
স্মরণে যে চিরদিন জানি লেখা রবে
মরনে হারায়ে তোমারে খুঁজে পাই
তুমি আছ মন বলে তাই
তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
কে বলে আজ তুমি নাই
তুমি আছ মন বলে তাই
তোমার জীবন যেন কাহিনীর মত
হে বিজয়ী বীর ছিল জয় তব ব্রত
তোমার জীবন যেন কাহিনীর মত
হে বিজয়ী বীর ছিল জয় তব ব্রত
ধূপেরই মত যেন মরনেরই সুখে
তোমারই জীবন তুমি দিলে হাসিমুখে
একথা কখনো যেন না ভুলে যাই
তুমি আছ মন বলে তাই
তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
কে বলে আজ তুমি নাই
তুমি আছ মন বলে তাই