তখন আমার ভাল্লাগেনা, আউলা হয় রে মন,
ভালোবাসো আর নাইবা বাসো আমি
তোমায় সঁপে দিয়েছি যে, আমার এ জীবন। আমার মন খারাপের ক্ষনে
তোমার পালিয়ে বেড়া মন,
আমার একলা একা আকাশ
তোমার ভীষন প্রয়োজন। সন্ধ্যা হলেই প্রদীপ জ্বালো দেখি দুচোখ ভরে
অন্ধকারে আমায় তুমি দেখছো কি খেয়াল করে,
জোনাক পোকার মতন আমি চুপিসারে আসি
জানো নাকি তোমায় আমি কত ভালোবাসি। শোন মন খারাপের মেয়ে
আমি তোমায় বাসি ভালো,
তুমি আমার আসমানের চাঁদ
আন্ধার ঘরের আলো। আমার মন খারাপের খনে
তোমার পালিয়ে বেড়া মন,
আমার একলা একা আকাশ
তোমার ভীষন প্রয়োজন। সকাল বেলার আলো তোমার আনবো ঘরে ডেকে
আমায় কবে বাসবে ভালো আদর দেবে মেখে,
চোখের সামনে ঘুরিফিরি একটু আমায় ডাকো
আমার জন্য তোমার বুকে একটু জায়গা রেখো। আমায় যেওনা গো ছেড়ে
রেখো তোমার বাহুডোরে,
তোমায় ছাড়া শুন্য লাগে
হৃদয় আমার পোড়ে। আমার মন খারাপের ক্ষনে
তোমার পালিয়ে বেড়া মন,
আমার একলা একা আকাশ
তোমার ভীষন প্রয়োজন। যখন খোলা চুলে সামনে এসে দাড়াও
তখন আমার ভাল্লাগেনা, আউলা হয় রে মন,
ভালোবাসো আর নাইবা বাসো আমি
তোমায় সঁপে দিয়েছি যে, আমার এ জীবন। আমার মন খারাপের ক্ষনে
তোমার পালিয়ে বেড়া মন,
আমার একলা একা আকাশ
তোমার ভীষন প্রয়োজন। সবাইকে ধন্যবাদ