রাত গভীর চোখ ঝাপসা হলেও না,
না তুই আমায় পাবি না
অন্ধকারে আঁকড়ে ধরেও না। এই পর্ণমোচী দিন, ছিল তোরই কাছে ঋণ
আজও সব অমলীন,
না তুই আমার হবি না
রাত গভীর চোখ ঝাপসা হলেও না। সময় সাঁকো দুলছে ভীষণ জোরে
ভুলতে হবে পরিযায়ী গান,
এতো স্মৃতি মুছে ফেলি কি করে
অযোগ্য কত নরম অভিমান,
যেদিন গেছে, চলে গেছে
তা কি ফিরে পাওয়া যায়, যায় না। না আর মনেও পড়ে না
নিথর রাতের একলা ঘরেও না,
না কথা থমকে গেলেও না,
অতীত চিঠি কুড়িয়ে পেলেও না।
যত পর্ণমোচী দিন
আজও তোরই কাছে ঋণ।
থাক সব অমলিন। সবাইকে ধন্যবাদ