• Mon. Feb 10th, 2025

Tui Chunli Jakhan Lyrics (তুই ছুঁলি যখন) Arijit Singh, Shreya Ghoshal | Samantaral

Bymelomasum

Jun 20, 2024

তুই হাসলি যখন,
তোরই হলো এ মন
তুই ছুঁলি যখন,
তোরই হলো এ মন।

দুচোখে আঁকছে শীত,
বাহারি ডাক টিকিট
দুচোখে আঁকলো শীত,
বাহারি ডাক টিকিট
আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন।
তুই ছুঁলি যখন,
তোরই হলো এ মন।

ইতি-উতি কার্নিশে,
আলো ছায়া যায় মিশে
চলো না কুড়বো আবার
এলোমেলো চেনা রোদে
বসন্ত যায় যায় যায় জুটে
ভালোবেসে জীবন কাবার।

গুড়ো গুড়ো করিডোরে,
চুপিসাড়ে পাতা উড়ে
আজ বাতাস ও মাতাল,
বেপরোয়া হাফ ছুটি
মাখাচ্ছে খুনসুটি, খুনসুটি
ভালোবাসে উথাল পাথাল।

এতো কথা বলি যাকে,
চিনি আমি চিনি তাকে।

চোখে চোখে কথোপকথন,
তুই ছুঁলি যখন,
তোরই হলো এ মন
হুম.. তুই হাসলি যখন,
তোর ই হলো এ মন।

দুচোখে আঁকছে শীত,
বাহারি ডাক টিকিট
দুচোখে আঁকলো শীত,
বাহারি ডাক টিকিট
আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *