• Mon. Feb 10th, 2025

Tumi Ektu Kebol Boste Diyo |(তুমি একটু কেবল বসতে দিয়ো)|Lyrics

Bymelomasum

Jun 17, 2024
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক তরে,
আজি হাতে আমার যা কিছু কাজ আছে
আমি সাঙ্গ করবো পরে,
তুমি একটু কেবল বসতে দিয়ো।

না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে,
না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে,
কাজের মাঝে ঘুরে বেড়াই যত
ফিরি কূলহারা সাগরে,
তুমি একটু কেবল বসতে দিয়ো।

বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে
এলো আমার বাতায়নে,
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে
ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। (২)

আজকে শুধু একান্তে আসীন
চোখে চোখে চেয়ে থাকার দিন,
আজকে শুধু একান্তে আসীন
চোখে চোখে চেয়ে থাকার দিন,
আজকে জীবন-সমর্পণের গান গাবো
নীরব অবসরে।

তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক তরে,
আজি হাতে আমার যা কিছু কাজ আছে
আমি সাঙ্গ করবো পরে,
তুমি একটু কেবল বসতে দিয়ো।

সবাইকে ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *