ভালোবাসে ক’জনা,
সত্যি ভালোবাসলে কেউ একা হতো না। তুমি এমন কেন কর ?
আমি কেমন যেন জেনেও,
রোজ আদর করে গড়। আমার যা নেই
তোমার তা আছে,
তাতেই বুঝি টেনে নিলে বুকের এতো কাছে। মহাকাশের মতো, তারার মতো
ভালোবাসা হয়ে যায়,
যারা তা বুঝতে পারে কখনো না হারায়। তুমি এমন কেন কর ?
আমি কেমন যেন জেনেও,
রোজ আদর করে গড়। tnx all for visit my website