• Sat. Jan 25th, 2025

Tumi Emon Keno Koro| Lyrics (তুমি এমন কেন কর) Chirkut Band|

Bymelomasum

Jun 18, 2024
প্রেমে তো পড়ে সবাই
ভালোবাসে ক’জনা,
সত্যি ভালোবাসলে কেউ একা হতো না।

তুমি এমন কেন কর ?
আমি কেমন যেন জেনেও,
রোজ আদর করে গড়।

আমার যা নেই
তোমার তা আছে,
তাতেই বুঝি টেনে নিলে বুকের এতো কাছে।

মহাকাশের মতো, তারার মতো
ভালোবাসা হয়ে যায়,
যারা তা বুঝতে পারে কখনো না হারায়।

তুমি এমন কেন কর ?
আমি কেমন যেন জেনেও,
রোজ আদর করে গড়।

tnx all for visit my website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *