হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা দুঃখ-সুখের পাখি তুমি
তোমার খাঁচা এই বুক
সারাজীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলনমালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা