• Sat. Mar 15th, 2025

Tumi Na Ele|(তুমি না এলে)| Lyrics|biyas sarkar

Bymelomasum

Jun 17, 2024
তুমি না এলে এই শ্রাবণ
গাইবে বিরহ গান,
তুমি না এলে এই শ্রাবণ
গাইবে বিরহ গান,
যদি খুব আদরে ডাকি তোমাকে
যদি খুব আদরে ডাকি তোমাকে,
ভুলে যেও অভিমান, হায়
তুমি না এলে এই শ্রাবণ
গাইবে বিরহ গান,
তুমি না এলে এই শ্রাবণ
গাইবে বিরহ গান।

চোখের পাতায় স্মৃতি ভেসে যায়
আনমনে গায় তোমার গান,
হুম.. চোখের পাতায় স্মৃতি ভেসে যায়
আনমনে গাই তোমারি গান,
মনের খাতায় রঙিন পাতায়
শুধু লিখে যাই তোমারি নাম,
যদি খুব আদরে ডাকি তোমাকে
যদি খুব আদরে ডাকি তোমাকে,
ভুলে যেও অভিমান হায় ..

কি করে করি আড়াল
মন আজ বেসামাল,
তোমারি আশায় ভালোবাসায়।
চায় মন পালাতে
কাছে আরও হারাতে,
যদি দাও ধরা ভালোবাসায়।
যদি খুব আদরে ডাকো আমাকে
যদি-খুব আদরে ডাকো আমাকে,
কি করে রাখি অভিমান।
তুমি না এলে এই শ্রাবণ
গাইবে বিরহ গান,
তুমি না এলে এই শ্রাবণ
গাইবে বিরহ গান।

সবাইকে ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *